আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে ফেন্সিডিল সহ শাহিন মিয়া(৪০) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।সে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের খাশপাড়া গ্রামের শুক্কর আলীর পুত্র।
(১৯ মার্চ) শুক্রবার জুম্মার নামাজের সময় সবাই যখন মসজিদে নামাজে ঠিক তখন শাহিন ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল।খবর পেয়ে বিজিবি ধাওয়া করলে সে ৭৫ বোতল ফেন্সিডিল ফেলে দৌড় দেয় কিন্তু শেষ রক্ষা হয়নি।বিজিবি’র জোয়ানরা তাকে আটক করতে সক্ষম হয়।
আটক শাহিনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা দিয়েছে ববিজিবি। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে।