আলমগীর কবির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুর পৌরসভায় এমজিএসপি প্রকল্পের আওতায় রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
২০ মার্চ (শনিবার) সকালে প্রায় সাড়ে ৭কোটি টাকা ব্যয়ে পৌর শহরের মহাসড়ক হইতে গুমটিয়া শিবপুর হইয়া বোয়ালিয়া ব্রিজ পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন মাধবপুর পৌর সভার মেয়র মো. হাবিবুর রহমান মানিক।
এসময় প্যানেল মেয়র মোবারক মিয়া ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, স্থানীয় ওর্য়াড কাউন্সলিরবৃন্দসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মেয়র মো. হাবিবুর রহমান মানিক বলেন, পৌর শহরের অন্যতম প্রধান সড়ক এটি। এটা পৌরসভা সহ পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষের জন্য সুবিধা হবে, তিনি আরো জানান রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় ছিল। একারণে এ রাস্তায় যাতায়াতকারী সকলকে চলাচলে ব্যাপক র্দুভোগ পোহাতে হয়েছে। রাস্তাটির কার্পেটিং কাজ শেষ হলে এ রাস্তায় যাতায়াতকারী হাজারো মানুষের দুর্ভোব লাঘব হবে।