হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলা ধর্মঘর সীমান্ত এলাকা দিয়ে আদম পাচারকালে মাইক্রোসহ এক আদম পাচার কারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার সিরাজদৌল্লার নেতৃত্বে এক দল বিজিবি সদস্য উপজেলার ধর্মঘর ইউনিয়নের ্গন্ধব পুর গ্রামের ভিতর ১৯৯৮/৩১এস পিলারের নিকট দিয়ে আদম পাচার কালে বি-বাড়ীয়া জেলার পূর্ব পাইকপাড়ার সরণ চন্দ্র দাসের পুত্র রবিন চন্দ্র দাস (২২)কে ঢাকা মেট্রো-গ ১৪-৭৬১৩ মাইক্রোবাস সহ আটক করেন।
আটককৃত মাইক্রোবাসের মূল্য নির্ধারন করা হয়েছে ১৭ লক্ষ টাকা। তিনি আরও জানান আটককৃতের বিরোদ্ধে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার সিরাজদৌল্লা বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।