হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর বাজারে স্বাধীন ওয়াই ফাই প্লেক্সাস ক্লাউড-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন রুবেল।
বিশেষ অতিথি ছিলেন গোপায়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মিজবাহুল বারী চৌধুরী লিটন, স্বাধীন ওয়াই ফাই প্লেক্সাস ক্লাউড এর জেনারেল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।