শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শহরে আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ যুবক-যুবতিকে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার ভোর রাতে শহরের স্টেশন রোডের বেশ কয়েকটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মাদারীপুর জেলার মাইয়াশাচর গ্রামের আবুল কালাম(২৬) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিধিরামপুর গ্রামের আব্দুল মালেক(৩৮), হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামের স্বপন মিয়া(২৫), চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামের মনিরা আক্তার(২০), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড এলাকার আফসানা আক্তার জুইঁ(২০)।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, শুক্রবার ভোর রাতে পুলিশের এক সাড়াশি অভিযানে তাদের আটক করা হয়।
পরে আটককৃতদেরকে সদর উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়।
উপজেলা নিবার্হী অফিসার আশফাকুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।