নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি খাস ভূমি থেকে অনুমোদন বিহীন অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮মার্চ)বিকালে উপজেলার বিরাট ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার এর পুত্র মোঃ বাতেন মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।