এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পদক্ষেপ গণ পাঠাগারের আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ)সন্ধ্যা ৭টায় পদক্ষেপ গণ পাঠাগারে অর্থ সম্পাদক মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেল আহমেদ এর সঞ্চালনায় ভার্চ্যুয়াল এই আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।এবং পরবর্তীতে জাতীয় শিশু দিবস উপলক্ষে পাঠাগারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জিবনী ও শিশুদের স্থায়ী সেবা নিশ্চিত বিষয়ে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত অতিথি গণ বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনা ও আদর্শ লালন করে সোনার বাংলা বিনির্মানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এবং ভার্চুয়ালে যুক্ত সকলের প্রতি শুভেচ্ছা কৃতজ্ঞতা জানান।
এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন পদক্ষেপ গণ পাঠাগারের যুগ্ম সম্পাদক এস এম মিজান,গ্রন্থ গবেষণা সম্পাদক কাউছার খসরু,পরিবেশ সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর উদ্দিন,ছাত্র কল্যাণ সম্পাদক আশিকুর রহমান সামি,কবিতা আবৃত্তি করেন পাঠাগারের নিয়মিত পাঠক অর্নিষা কাপালি,দুর্জয়,ওমর ফারুক প্রমুখ।