এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সত্যজিত রায় দাশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট।এসময় সাথে ছিল পুলিশের একটি টিম।
জানা যায়, চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একজনকে ৫০,০০০/-টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯(২) ধারায় একজনকে ১৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার সকল মহালদারকে বালুমহাল নীতিমালা অনুযায়ী মহাল পরিচালনা করার অনুরোধ জানান।