বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে অগ্নিকান্ডে লাইব্রেরীর মালামাল পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে)রাত সোয়া ৯টার দিকে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বই বিতান নামে একটি একটি দোকানে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে স্থানীয় লোকজন আগুন লাগতে দেখেন।
পরে তালাবদ্ধ দোকানের সার্টার ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। ঘন্টাকাল চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দোকানের বিপুল পরিমাণ বই, ফটোস্ট্যাট মেশিন, আসবাবপত্র সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
Share on Facebook