শেখ হারুন,চুনারুঘাট : সারা দেশের ন্যায় চুনারুঘাট উপজেলার কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের(২০২০-২১) জন্য খাদ্য গুদামের মাধ্যমে ৫০৬ টন ধান ক্রয়ের বরাদ্দ দিয়েছে সরকার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্বের ন্যায় কৃষকদের কাছ থেকে প্রতি মন ধান ১ হাজার ৪০ টাকা মূল্যে ক্রয়ের নির্দেশনা দেয় খাদ্য মন্ত্রনালয়।গত ৬ই জানুয়ারী চুনারুঘাট খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও হয়।১ম দিন ৩ টন ধান সংগ্রহ করা হলেও দীর্ঘ প্রায় আড়াই মাসে বরাদ্দের বাকী ৫০৩ টন ধান সংগ্রহ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবুল হোসেন ও খাদ্য গুদাম পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ছিদ্দিকী জানান,ধানের বাজার মূল্য উর্ধ্বগতি থাকার কারণে হয়তো সরকার নির্ধারিত মূল্যে গুদামে ধান বিক্রি না করে বেশি মূল্যে খোলা বাজারে ধান বিক্রি করে দিয়েছে কৃষকরা।
সোমবার(১৫ মার্চ) পর্যন্ত ছিল সংগ্রহের শেষ সময়।সংগ্রহ না হওয়া ৫০৩ টন ধানের সরকারী বরাদ্দ কি করা হবে?এমন প্রশ্নের জবাবে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন বলেন,আমাদের নিয়ম অনুযায়ী কোনো বরাদ্দের ধান সংগ্রহ না হলে সেই বরাদ্দ অটোমেটিক খাদ্য মন্ত্রনালয়ে ফেরত চলে যায়। এই বরাদ্দ ও একইভাবে খাদ্য মন্ত্রনালয়ে ফেরত চলে যাবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবুল হোসেন।