এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :চুনারুঘাটে বাংলাদেশ তাঁতীলীগ,৮নং সাটিয়াজুরী ইউনিয়ন সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ)সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল এর সাক্ষরিত প্যাডে এই কমিটি অনুমোদন দেয়া দেন।
জানা যায়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, দেশরত্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির আগামী ২১,৪১ ভিশন বাস্তবায়নে লক্ষ্যে ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন তাঁতীলীগের সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করেন।এতে আহবায়ক মোঃ জাবেদ আলী,যুগ্ম আহবায়ক সুবাস বিশ্বাস,তাজুল ইসলাম,শফিকুল ইসলাম সাইদ, সদস্য সচিব মোঃ জুয়েল মিয়া ও মোস্তফা আলী,কাজল মিয়া,রিপন সরকার মনা,আবেদ মিয়া,ফরিদ মিয়া,ইদ্রিছ আলী,রাজু চন্দ্র পাল, আঃ আওয়াল,আঃ আহাদ,আবুল কাসেম,মোস্তফা আলী,হোসেন মিয়া,সন্তুষ সরকার,কাউসার মিয়া,সফর আলী ও বলরাম সাঁওতাল কে মনোনীত করে ২১ সদস্য কমিটি অনুমোদন দেন।এবং আগামী ৪০ কার্য দিবসের মধ্যে সম্মেলন আয়োজনের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন তাঁতীলীগের নেতাকর্মীগন।