নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম’ আন্তঃউপজেলা দাবা প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় আক্কাছ মিয়া ও রানারআপ হয় মোঃ তাজুল ইসলাম।
শুক্রবার রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় প্রেসক্লাবে এ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়।
বিশেষ অতিথি ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, খেলা কমিটির আহবায়ক আজিজুর রহমান ফয়সল, বীর বিক্রমের সন্তান বজলু মিয়া প্রমুখ।
আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সাথে সাবেক সচিব অশোক মাধব রায়কে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
এর আগে ২০ ফেব্রুয়ারি শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম’ আন্তঃউপজেলা দাবা প্রতিযোগীতার উদ্বোধন হয়। এতে ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।