নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকায় ওমেরা সিলিন্ডার নামক কারখানায় আগুন লেগেছে। তবে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বিষয়টি নিশ্চিত করে জানান, ওমেরা সিলিন্ডার কারখানায় হঠাৎ আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কারখানাটি।
তিনি আরো জানান, আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।