বানিয়াচং প্রতিনিধিঃ সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে বানিয়াচংয়ে কিডনী,ক্যান্সার,লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগী,ষ্টোক প্যারালাইসিস,থ্যালাসেমিয়া সহ ৬টি জটিল রোগের রোগীদের সহায়তায় সরকারি অনুদানের চেক বিতরন করা হয়েছে।
১০ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।প্রধান অতিথি হিসেবে চেক বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা অফিসের ডিডি হাবিবুর রহমান,সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান শামসুল হক,রেখাছ মিয়া,আনোয়ার হোসেন প্রমূখ।
সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান।উপজেলার ৪১ জন রোগীর মাঝে ২০ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে।