আকিকুর রহমান রুমনঃ- বানিয়াচংয়ে বাল্য বিবাহ যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে।
বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাইকা‘র সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্ধোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফফাত আরা জামান ঊর্মি,ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।
১০ ও ১১মার্চ দুইদিন ব্যাপী অনুষ্টিত কর্মশালায় কলেজ শিক্ষক,সরকারী কর্মকর্তা,পুলিশ প্রশাসনের লোক,সাংবাদিক,কাজী,ইমাম ও বিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন পেশার লোকজন কর্মশালায় অংশগ্রহন করেন।
কর্মশালায় বাল্যবিয়ের ঘটনায় মাতৃমৃত্যু, নারী নির্যাতন সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড বৃদ্ধি পায় বলে তথ্য উপস্থাপন করা হয়েছে।
মহামারি করোনাকালীন সময়ে উদ্ধেগজনক হারে বাল্য বিয়ে সংঘটিত হওয়ার কথাও জানানো হয়।
কর্মশালায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা ও তুলে ধরেন আলোচকগন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আলী কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামান খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ,সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিবুল হোসেন,ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী প্রমূখ।