নিজস্ব প্রতিবেদক,শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ উপজেলায় দুইটি রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন রেষ্টুরেন্ট চালানোর অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ মার্চ) বিকালে অভিযান চালিয়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুসারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ এ জরিমানা আদায় করেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদরের দাউদনগর বাজারে নিউ শেরাটন রেষ্টরেন্টকে ৫০ হাজার ও হোটেল আল সোহাগকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ রকম কাজ না করার জন্য তাদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। তিনি বলেন, মোবাইল কোর্টে জেলা পুলিশ বিভাগের সদস্যরা সহায়তা করেন। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আগামীতেও জেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে।