নিজস্ব প্রতিবেদক :বানিয়াচংয়ে ঝড় তোফানে মিয়াখানী ডাক্তার বাড়ি মাদ্রাসার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
মঙ্গলবার রাত ৪টায় শিলাবৃষ্টিসহ ব্যাপক ঝড় তোফান শুরু হয়। এতে মাদ্রাসার টিনের চাল ও বারান্দা ঝড়ে উড়ে গেছে। এতে আবাসিক ছাত্রদের কিতাব, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিসাধন হয়। এতে করে ক্লাসও ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল মোমিন জানান, ঝড়ে মাদ্রাসার টিনেসেড ঘরের অনেক ক্ষতিসাধন হয়েছে। বারান্দা সম্পূর্ণ ভেঙ্গে গেছে। এতে করে ঘরের চালও অনেকটা ক্ষতিসাধন হয়েছে। বর্তমানে সেখানে ছাত্ররা অবস্থান করতে পারছে না। অতিদ্রুত মাদ্রাসার একমাত্র ঘরটি মেরামত করা প্রয়োজন। এতে জনপ্রতিনিধি, প্রশাসনসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করি।