আব্দুর রাজ্জাক রাজুঃ সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
(৮ ই মার্চ সোমবার) সকাল ১১ টায় রেমা চা বাগান খেলার মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্বে করেন রেমা চা বাগানের চা শ্রমিক নারী নেত্রী – বিজলা গোয়ালা এবং পরিচালনা করেন বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের উপদেষ্টা – মাহমুদা খাঁ এবং লস্করপুর ভ্যালীর ২৩ টি চা বাগানের প্রায় ৮ শতাধিক চা শ্রমিক, যুবক-যুবতীরা সমাবেশে অংশ গ্রহণ করেন।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে আয়োজক ছিলেন বাংলাদেশ চা কন্যা নারী সংগঠন এবং সার্বিকভাবে সহযোগিতা করেন লস্করপুর ভ্যালীর সকল চা বাগানের চা শ্রমিকবৃন্দ।
বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সদস্য সচিব – সন্ধ্যা রানী ভৌমিক শুভেচ্ছা বক্তব্য দেন। নারীদের ১৩ দফা দাবী পেশ করেন বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহবায়ক – খাইরুন আক্তার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফৌরদৌস আরা বেগম ও প্রধান অালোচক হিসেবে বক্তব্য ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণন সম্পাদক জলি তালুকদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক – তাহমিনা বেগম গিনি, জাগরন যুব ফোরামের সভাপতি – মোহন রবিদাস, নাট্যকার ও কথা সাহিত্যিক – রুমা মোদক, এক্টিভিট ও নারী অধিকার কর্মী – মাহফুজা হক, বাংলাদেশ চা কন্যা নারী সংগঠন ও নারী অধিকার কর্মীর উপদেষ্টা – মাহমুদা খাঁ, চুনারুঘাট ব্যতিক্রম চা ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠতা সভাপতি – রনি যাদব, বিরেন কালিন্দী, লালন পাহান, প্রনব, সিলেট ভ্যালির প্রতিনিধি সাংবাদিক মোঃ হানিফ, সাংবাদিক লিটন মুন্ডা প্রমূখ
অনুষ্ঠান শেষে সকলকে দুপুরের খাবার দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।