হবিগঞ্জের বানিয়াচঙ্গে প্রেমিকাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় আব্দুল মুকিত নামে এক প্রেমিক আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চতুরঙ্গ রায়েরপাড়া গ্রামের আব্দুল মুকিত নামে প্রেমিক তার বাড়ির পছন্দের মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠায়। এতে কনেপক্ষ রাজি না হওয়ায় ক্ষোভে অভিমানে গতকাল বুধবার সকাল ১১টার দিকে সে বাড়ির পাশ্বে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
বিষয়টি তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে ফাঁস থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। রাতে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। নিহত আব্দুল মুকিত ওই গ্রামের ফুল মিয়ার ছেলে।