শেখ হারুন,চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে নানা আয়োজনে পালন করা হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস।এ উপলক্ষে প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে রবিবার(৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি- আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
সকাল ১০ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০ টায় ভার্চুয়াল আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ সমাবেশ আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ই মার্চের ভাষণ, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি,চিত্রাংকন, নৃত্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিকাল ৩ টায় আমতলী অগ্রণী হাই স্কুল মাঠ থেকে ছন্ডিচড়া খেলার মাঠের দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তা অতিক্রমের উদ্দেশ্যে শুরু হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
উক্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর,উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,সহকারী কমিশনার মিলটন চন্দ্র পাল,পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার,মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক,প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা,দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার,থানা অফিসার ইনচার্জ(ওসি) এম আলী আশরাফ ,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন দপ্তরের প্রধানগণ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এছাড়াও বিকালে থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে”আনন্দ উদযাপন” সভা।এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার,ওসি এম আলী আশরাফ,তদন্ত ইন্সপেক্টর চম্পকদাম,আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন,উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজুসহ বিভিন্ন ইউনিটের সাংবাদিকবৃন্দ,এসআইবৃন্দ ও বিপুল সংখ্যক পুলিশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই।
উল্লেখ্য,চুনারুঘাটের ইতিহাসে ১ম ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।এতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার,ভাইস চেয়ারম্যান,প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারী শেখ মোঃ হারুনুর রশিদ,ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর খেলোয়ারবৃন্দের একাংশ-সহ আরো অনেকেই।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে ১ম,২য় ও ৩য় স্থান অর্জন করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর হাবিবুর রহমান,মোতাব্বির হোসেন সুবেল ও
মোঃ টিপু।