নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ৩০ পিছ ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল ও আধা কেজি গাজাসহ আলী হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে ডিবি’র এস আই সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বহুলা গ্রামে অভিযান চালায়। এসময় মৃত আব্দুল মালিকের পুত্র মাদক ব্যবসায়ি আলী হোসেনকে তার নিজ বাড়ি থেকে উল্লেখিত পরিমাণ মাদকসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়িকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।