নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলের বাজার নামক স্থানে সড়ক দূর্ঘটনায় অন্তত ২০ জন লোক আহত হয়েছেন। স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট, মৌলভীবাজার ও নবীগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছেন।
রবিবার (০৭ মার্চ) বিকেলে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে প্রাইভেট কার চালক এর অবস্থা আশংখ্যাজনক বলে জানাগেছে । আহত কার চালক ওসমানী নগরের কলারাই গ্রামের এরশাদ আলীর পুত্র মোঃ সুজন মিয়া (২৩)।
ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৭১৪৮৭) ঢাকা-সিলেট মহাসড়কের মডেলের বাজার নামক স্থানে সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো ব-১১৪১৩৩) এর একটি যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ের থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
শেরপুর হাইওয়ে থানার এস. আই সফিকুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে।