নিজস্ব প্রতিবেদক, সিলেট : ঐতিহাসিক ৭ই মার্চে সিলেটেও বর্নিল আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে চলছে নানা আয়োজন।
রোববার সকাল সাড়ে ৯ টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে নির্মিত জাতির জনকের ম্যুলারে শ্রদ্ধানিবেদনের মধ্যদিয়ে শুরু হয় ঐতিহাসিক ৭ই মার্চের আনুষ্ঠানিক কার্যক্রম।

সর্বপ্রথম সিলেট বিভাগীয় কমিশনারের ফুলেল শ্রদ্ধানিবেদনের মধ্যদিয়ে শুরু হয়ে একে একে শ্রদ্ধানিবেন করেন সিলেট জেলা প্রশাসন, সিলেটের রেঞ্জ ডিআইজি, র্যাব-৯ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ও প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এসময় বিশাল র্যালি নিয়ে এসে শ্রদ্ধানিবেদন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ। র্যালিতে ‘এক মুজিব লুকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা, মুজিব মানে মুক্তি, মুজিব আমার প্রেরণা’ ইত্যাদি’ শ্লোগান দেন নেতাকর্মীরা। র্যালীসহকারে এসে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় পুস্পস্তবক অর্পণ করে সিলেট জেলা যুবলীগ।

এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও র্যাব ৯।
এছাড়াও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন তিন দিনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
এদিকে ১১ টায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেটের কবি নজরুল নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর বিকাল ৩ টায় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ দিন সিলেটের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।