সৌরভ শীল, চুনারুঘাট থেকেঃ
হবিগঞ্জের চুনারুঘাটে হারিয়ে যাচ্ছে গৃহপালিত পশু মহিষ। এক সময়ে উপজেলার গ্রামাঞ্চলের মানুষেরা প্রায় বাড়িতেই গৃহপালিত পশু মহিষ পালন করতেন।
মহিষেরা দল বেধে যেখানে কাদা মাটি ও কচুরিপানা দেখতে পায় সেখানে তারা তাদের সারা শরীরে কাদা মাটির সাথে মাখামাখি করতে থাকে।
যতক্ষণ কাদা মাটি শরীরে ভালো করে না লাগে ততক্ষণ তারা মাখামাখি করতে থাকে । ফসলি জমিতে চাষ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে গৃহ পালিত পশু মহিষ ব্যবহার করতে দেখা যেত।
যেমন, কৃষি কাজে সেশনি দেওয়া, মই দেওয়া,মাড়াই দেওয়া ,আখের রস পেরুনো,ইটভাটার ইট তৈরির মাটিতে ফিনিশিং দেওয়া সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হতো।
বর্তমানে বাংলাদেশ সরকার যান্ত্রিকীকরণ প্রিতিক্রিয়ার মধ্যে প্রযুক্তি নির্ভর উদ্ধুদ্ধ করছেন। তাই গ্রামাঞ্চলের মানুষেরা আধুনিক ও প্রযুক্তি নির্ভরশীল হয়ে উঠেছে। এতে সময় যেমন সাশ্রয় হচ্ছে তেমনি কৃষি কাজ সহ বিভিন্ন কাজে ভালো ফল পাওয়া যাচ্ছে।
যার ফলে গ্রামাঞ্চলে থেকে হারিয়ে যাচ্ছে গৃহ পালিত পশু মহিষ পালন ও বিভিন্ন কাজে মহিষের ব্যবহার। হয়তো এমন সময় আসবে এসব আর চোখে পড়বে না।