নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি তুহিন মিয়া (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেনের নির্দেশনায় এসআই (নি.) মোহাম্মদ মহিন উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তুহিন মিয়া (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন জানান, চুরি-ডাকাতিসহ সকল অপরাধ কর্মকান্ড নির্মুল করতে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রুজু আছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।