এস আজাদ চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ- বৃক্ষ রোপন অভিযান ২০১৫ উদ্ভোধন করলেন চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু।
তিনি গতকাল ইউ/পি সদস্য দুলাল ভুঁইয়া, আইয়ুব আলী ,সুধামা বর্মা ,আমুরোড বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, আহম্মদাবাদ মানব কল্যান সংঘের ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন ,সহ সভাপতি আজিজুল হক মোঃ নাসির , সহ সাংগঠনিক সম্পাদক বেলাল আহম্মদ প্রমূখদের নিয়ে ইউনিয়ন পরিষদ এর আঙ্গিনায় দুটি আমের চারা লাগিয়ে বৃক্ষ রোপন অভিযান ২০১৫ এর সূচনা করেন এবং
ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষ রোপন করবেন বলে জানান তিনি ।
চলতি মৌসুমে অন্তত দুটি করে বৃক্ষ রোপন করার অনুরোধ করলেন ইউনিয়ন বাসীকে,তাঁর মতে পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে বৃক্ষের বিকল্প নেই।বৃক্ষ আমাদের বেঁচে থাকার অক্সিজেন দেয় এবং আসবাব পত্র,ঔষুধ ও জ্বালানী সহ বিভিন্ন ক্ষেত্রে বৃক্ষের প্রয়োজনীয় অপরিসীম ।
বৃক্ষ রোপন, পরিচর্যা ও নিধন রোধে গুরুত্বশীল হতে সকলের প্রতি আহব্বান করেন হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান জনাব আবেদ হাসানাত চৌধুরী সঞ্জু ।
এরই ধারাবাহিকতায় পুর্বে ঘোষিত রানীর কোর্ট থেকে বনগাঁও পর্যন্ত আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘ শিগ্রই বৃক্ষ রোপন করবে বলে জানান আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন।