স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে মরহুম আমিনুর রশিদ এমরান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ শেষ হয়েছে। গত মঙ্গলবার আধুনিক স্টেডিয়ামে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ২২ দিনব্যাপি এ আয়োজনের সমাপ্ত হল।
পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মঈন উদ্দিন তালুকদার সাচ্চু। এ সময় আব্দুল মোতালিব মমরাজ, বিভৎসু চক্রবর্তী বিভু, মকসুদুর রহমান উজ্জলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ১০ ফেব্রুয়ারি মরহুম আমিনুর রশিদ এমরান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। পঞ্চাশ ওভারের খেলায় তিনটি গ্রুপে দশটি দল অংশ নিয়েছে। প্রতিটি গ্রুপেই একটি করে চ্যাম্পিয়ন এবং একটি করে দল রানার্সআপ হয়।
সমাপনী দিনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ বদরুল আলমসহ অতিথিবৃন্দ। এ সময় অন্যান্য খেলোয়াড়দের হাতেও পুরস্কার তুলে দিয়েছেন তঁারা।
টুর্নামেন্টের আয়োজন করেছে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমী ও সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা।