এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মার্চ মাসের দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
জানা যায়,উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এই আলোচনা সভা করা হয়।এ সময়ে ২৫ মার্চ গণহত্যা দিবস,২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২১ উদযাপন করার পরামর্শ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার , মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন সত বীর মুক্তিযুদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দগণ।