চুনারুঘাট প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের ১০ দিনের মধ্যেই বয়স্ক ভাতা করে দিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী।
(৩ মার্চ বুধবার) দুপুরে ভাতার বহি সুবিধাভোগী লেবাছ উল্লাহ (৯০)এর হাতে তুলে দেন। এর ১০দিন পুর্বে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়স্ক ভাতা না পাওয়ার বিষয়টি প্রচার হলে চেয়ারম্যান সনজু চৌধুরীর নজরে পড়ে।এরপর তিনি দ্রুত ভাতা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেন। লেবাছ উল্লাহ চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছয়শ্রী গ্রামের মৃত আবাছ উল্লাহ খানের পুত্র।
ভাতার বহি তুলে দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু ও উপজেলা সমাজ সেবা অফিসের টেকনিক্যাল প্রশিক্ষক ফিরোজা বেগম।
চেয়ারম্যান সনজু চৌধুরীর এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন চুনারুঘাটের বিভিন্ন মহল ও ব্যাক্তি।