স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের সম্মানিত জনগন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে সামান্য ভোটের ব্যবধান থাকায় আমি নির্বাচিত হতে পারিনি। কিন্তু আমি আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছি।
কাগজে কলমে জয়লাভ না করলেও আমি আপনাদের ভালবাসা অর্জন করেছি। কেন সামান্য ভোটে আমাকে হারতে হলো সে ব্যাপারে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু সেই বিশ্লেষণে আপাতত যাচ্ছি না। আমি শুধু আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।
আপনারা যেভাবে আমাকে উৎসাহ যুগিয়েছেন, যেভাবে আমার জন্য অনেকে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, সে ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। অনেকেই অন্যায়ের জবাব দিতে গিয়েই আমাকে ভোট দিয়েছেন।
আর তাই আমার বিরুদ্ধে শত ষড়যন্ত্রের পরও আমি ১১৩৩ ভোট পেয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি যতদিন সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখবেন আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। সুখে, দুখে আপনাদের পাশে থাকবো।
পাশাপাশি নির্বাচনে আমার পক্ষে যারা কাজ করেছেন আমার কর্মী, সমর্থক, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা যদি ন্যায়ের পক্ষে থাকেন, আমিও যদি ন্যায়ের পক্ষে থাকি, তবে বিজয় একদিন আমাদের হবেই। ইনশাল্লাহ।