আব্দুর রাজ্জাক রাজুঃ অবৈধ বালু উত্তোলনের জন্য চুনারুঘাটের কালিশিরি গ্রামের কামাল মিয়া (২৭) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
(২ মার্চ) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের অন্তর্গত কালিশিরি এলাকায় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোঃ কামাল মিয়া নামে ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
সহকারি কমিশনার মিল্টন পাল বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।