মোঃজামাল হোসেন লিটনঃ
ভূমি ব্যবস্থাপনা কোর্সে তৃতীয় স্থান অর্জন করেছেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মিল্টন চন্দ্র পাল। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ২০তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে তৃতীয় স্থান অর্জন করায় চুনারুঘাটের সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পালের নাম ঘোষনা করা হয় । পরে গত ২৮ ফেব্রুয়ারি ভূমি প্রশাসন কর্তৃক আয়োজিত বেসিক কোর্সে অংশগ্রহণ প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অতিথি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন পাল। এ সময় দেশের বিভিন্ন উপজেলার প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিথিগণ উপস্থিত ছিলেন।