মোঃ রহমত আলী, হবিগঞ্জ: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালের আমতলীতে সিএনজি টমটম সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
এদের মধ্যে গুরুতর অবস্থায় পুলিশ কনস্টবল শাহিন মিয়া (৫৪), যাত্রী হাজী সায়েদ আলী (৭০) ও শামীমা বেগম (২২) কে হবিগঞ্জ সদর আধুনি হাসপাতারে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে চুনারুঘাট থানা পুলিশ কনস্টবল শাহিন মিয়া তার এক সহকর্মী নিয়ে ৩ আসামীকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করতে সিএনজি যোগে রওয়ানা হয়।
সিএনজি উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে থেকে আসা টমটমের সাথে সংঘর্ষ বাঁধে। এত উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।