নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ও খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার শায়খুল হাদীস পাঞ্জারাই গ্রামের বাসিন্দা হযরত মাওলানা মোঃ ইসমাঈল সোমবার ( ১মার্চ) ভোরে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেল ৩ ঘটিকায় পাঞ্জারাই গ্রামে মরহুমের জানা জার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
জানা জায় অংশ গ্রহন করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হোসাইন আহমদ নূরী, শায়েখ আব্দুল মন্নান দওগ্রামী, কাতিয়া শেখ সাহেবের সাহেবজাদা মাওলানা এমদাদ উল্লাহ, পুরাণগাঁও শেখ সাহেবের সাহেবজাদা মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা আইয়ুব বিন সিদ্দিক, মাওলানা লুৎফুর রহমান, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শরফাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসীনি, তৌহিদুল ইসলাম চৌধুরী, ১ম সদস্য আনোয়ার হোসেন মিঠু, উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা হারুনুর রশীদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ খালেদ সাইফুল্লাহ খাঁন, সাধারণ সম্পাদক মুফতি ফয়সল তালুকদার, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহ আলম, উপজেলা বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা আব্দুল কাদির হোসাইনী, উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শেখ আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মুফতি ফুরকানী, বিএনপি নেতা আবুল হোসেন আজাদ, এডভোকেট সুফি মিয়া, মাওলানা শোয়াইব আহমদ চৌধুরী, আব্দুল মুক্তাদির চৌধুরী, সামসুল আলম অনু, অধ্যাপক মুস্তাহিদ উদ্দিন, আবুল খায়ের কায়েদ, মাওলানা আব্দুর রকিব হক্কানি, আল ইসলাহ’র কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা কাজী হাসান আলী, জেলা আল ইসলাহ নেতা মাওলানা সাজ্জাদুর রহমান, নুরুল ইসলাম চৌধুরী, মরহুমের পুত্র অলিউর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুজাহিদ আহমেদ, জেলা যুবদলের সহ সভাপতি মুশাহিদ আলম মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অসংখ্য আলীম ওলামা। জানাজার নামাজ শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজ পড়ান মরহুমের পুত্র হাফেজ ফজলুর রহমান।