হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত অ্যাডঃ মোঃ এনামুল হক সেলিমসহ ৪ মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন।
নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট, নাগরিক সমাজ প্রার্থী মো. শামছুল হুদা পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওসার পেয়েছেন ১৮১ ভোট ও গাজী পারভেজ হাসান পেয়েছেন ১৬৫ ভোট।’
তিনি আরও বলেন, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে প্রার্থী জামানত হারান। সে হিসেবে যদি কোনো প্রার্থী ওই পরিমান ভোট না পান তবে তার জামানত থাকবেনা।
এদিকে নির্বাচনে সার্বোচ্চ ১৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে হবিগঞ্জ পৌরসভার ৩২ তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান সেলিম।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।