নিজস্ব প্রতিবেদক, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকায় চলন্তবাসে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেছেন গাড়ির হেলপার। এঘটনায় ওই হেলপারকে আটক করে থানায় দিয়েছেন যাত্রীরা।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম ইব্রাহিম খলিল (৩৫)। তার বাড়ি নরসিংদী জেলায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার লাকি পরিবহনের একটি বাস আজমিরীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি এলাকায় পৌঁছালে বাসের হেলপার ইব্রাহিম খলিল বৃন্দাবন সরকারি কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। তাৎক্ষণিক গাড়িটির যাত্রীরা তাকে আটক করে নবীগঞ্জ থানায় সোপর্দ করে।