নিজস্ব প্রতিবেদক ॥ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত কালাশাহ সহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুস ছত্তার, রাকিব হোসেন সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সক্রিয় সদস্য উমরপুর গ্রামের মালেক মিয়ার ছেলে কালা শাহ (৩৫) তাহার সহযোগী কাগাপাশা কান্দিপাড়া গ্রামের আশাব উল্বার ছেলে তৌফিক মিয়া (২৯) একই গ্রামের রহমত আলীর ছেলে তোফাজ্জল মিয়া (২২) এবং জিলাই মিয়ার ছেলে সোহেল মিয়া (২৬) গ্রেফতার করা হয়।
আসামী কালা শাহার বিরুদ্ধে ডাকাতি মামলাসহ একাধিক মামলা রুজু আছে। আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আলাপকালে তিনি জানান থানা এলাকায় চুরি ডাকাতি রোধকল্পে থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতি সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান তিনি।