এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)এর সাথে পদক্ষেপ গণ পাঠাগারের ২০২১-২৩ কার্যকরী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২.৩০মিনিটে পদক্ষেপ গণ পাঠাগারের সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)আবু বকর সিদ্দিক ও বিশেষ অতিথি সত্যজিত রায় দাশ,উপজেলা নির্বাহী অফিসার,চুনারুঘাট।
জানা যায়,পদক্ষেপ গণ পাঠাগারের নবনির্বাচিত ২০২১-২৩ পরিষদের আয়োজনে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)আবু বকর সিদ্দিক হবিগঞ্জে সরকারি সফরে অংশ হিসাবে চুনারুঘাট গণ পাঠাগারে পরিষদের সাথে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
এ সময়ে পাঠাগারের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।এবং অতিথির উদ্দেশ্য মানপত্র পাঠ করেন নাবিয়া ইসলাম প্রমি।এবং পাঠ শেষে মানপত্র হাতে তুলে দেন প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর উদ্দিন।শুভেচ্ছা বক্তব্যে পাঠাগারের সফলতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন গ্রন্থাগার গবেষণা সম্পাদক কাউচার খসরু।
অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ পদক্ষেপ গণ পাঠাগারের ভুয়সী প্রশংসা করেন।এবং সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক উপজেলা পর্যায়ে এমন সুন্দর পাঠাগার দেখে তিনি আপ্লূত হন।এবং প্রতিষ্টাতা সহ পরিচালনা পরিষদ কে শুভেচ্ছা জ্ঞাপন করেন।পরিশেষে তিনি এই পাঠাগারের মঙ্গল কামনা করেন।এবং সরকারি ভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হুমায়ুন চৌধুরী মিলন,আন্তর্জাতিক সম্পাদক স্বপন তরফদার,পরিবেশ সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়া,শিক্ষা সম্পাদক সামি,ক্রিড়া বিষয়ক সম্পাদক আয়শা হোসাইন মীম সহ দীপশিখা ও দূর্বাঘাস পরিবারের উপমা,স্বাগতা,রুবেল,গ্রন্থাগারিক তোফাজ্জল প্রমুখ।