” শায়েস্তাগঞ্জ ও খোয়াই নদী ”
শৈশবের স্মৃতির ধূলা গায়ে মাখতে
যখন এলাম প্রিয় শহর শায়েস্তাগঞ্জ,
তোমায় দেখে দেখে আমার ভরে না
দেখার তৃষ্ণা, এখানকার আলোবাতাস,
ধূলোমাটি সবাই আমাকে যেনো
আদর করে ডাকছে নাম ধরে।
বাবার সেই ফরেষ্ট অফিসের বাসার
জরাজীর্ণ অবস্থা দেখে মন খারাপের
বারান্দায় কে যেনো তালপাখায় বাতাস
করছে, স্কুলের বন্ধুদের সেই অকৃপণ হাসি
উল্লাসে গা ভাসিয়ে সময় যে কী করে
চলে যাচ্ছে কোনো অশ্বারোহী সৈন্যের
খুরের মতো দ্রুততম বেগে নিজেও টের
পাচ্ছি না। এখানকার মেঠোপথে বাতাসে
ভেসে আসা আমের মুকুলের ঘ্রাণ,
কাঁঠালমুচির গন্ধ, ছোট্টো শহরের জনতার
উৎসুক দৃষ্টি আমাকে যেনো একধরণের
মায়ায় বেঁধে রাখতে চায়।
শুধু আমার বিগত যৌবনা একসময়ের খরস্রোতা
খোয়াই নদীকে দেখে খুব কষ্ট লাগছে,
এতোকিছুর উন্নয়নের জোয়ারে মনেহয়
খোয়াই নদীটা যেনো আরো ভীষণ
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, এই খোয়াই নদীকে
যেনো আমার কেমন অচেনা মনেহয়!
অভিমানিনী খোয়াই – তোমাকে দেখে
এখন আমার খুব কষ্ট লাগে,
তুমি এমন হয়ে গেলে কেনো?
কারোরই কী কিছু করার
ছিলো না তোমার জন্য?
লেখক,
গোলাম কবির।