নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের উত্তর বড়াইল গ্রামে গাছের ডাল পড়ে আব্দুল্লাহ মিয়া নামে এক যুবক মারা গেছেন
বৃহস্পতিবার বিকেলে এঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানাযন, আব্দুল্লাহ মিয়া পৌরশহরের উত্তর বাজারে মোরগের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো বিকেলে বাড়িতে যাওয়ার পথিমধ্যে গাছের ডাল পড়ে আব্দুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।