নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় ১৫ বছর পর প্রধান দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় প্রদান করেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত আসামিরা হল, বাহুবল উপজেলার মুদাহরপুর গ্রামের মৃত ইকরাম উল্লার পুত্র আব্দুর রশিদ (৫৫), মৃত তৈয়ব উল্লার পুত্র আব্দুল আওয়াল (৫০)। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলো।
এ ছাড়া এ মামলায় আরও ২৪ আসামিকে খালাস প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ। আসামি পক্ষে পরিচালনা করেন এডভোকেট মুদ্দত আলী।
ওই আদালতের পেশকার সৈয়দ আব্দুল হাদি জুয়েল জানান, ২০০৬ সালে ২৩ জুলাই সকাল ১০টার দিকে ওই গ্রামের আব্দুর রশিদ ও তার লোকজনের সাথে একই গ্রামের সাদত আলী এবং তার লোকজনের জমি দখল নিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফিকলের আঘাতে সাদত আলী নিহত হন। এ ঘটনায় তার পুত্র আব্দুল মালিক বাদি হয়ে উল্লেখিতসহ ২৬ জনকে আসামি করে ওইদিনই রাতে বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে ওই সালের ৬ ডিসেম্বর এসআই শ্যামল চন্দ্র দাশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
এতে ডাক্তার, ওসিসহ ৩৪ জনকে স্বাক্ষি মানা হয়। পরে আসামিরা আদালতে হাজির হয়ে নিন্ম আদালতসহ উচ্চ আদালত থেকে জামিন লাভ করে। দীর্ঘ ১৫ বছর পর ৩৪ জন স্বাক্ষির মাঝে ২১ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে এ রায় প্রদান করা হয়। তবে বাদি ও আসামি পক্ষ উভয়ই অসন্তোষ প্রকাশ করেন এ রায় নিয়ে। তারা উচ্চ আদালতে বাদি অন্য আসামিদের সাজা চেয়ে এবং আসামিপক্ষ খালাস চেয়ে আপিল করবেন বলে জানান। রায়ের সাথে সাথেই উপস্থিত ২ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।