নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরী বাজারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মহাসড়কের পাশে ও রাস্তার উপর থাকা ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ পার্কিং ও সিএনজি অটো রিকশার উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মহাসড়কে কোনো অবস্থাতেই সিএনজি অটো রিকশা না চালানোর জন্য তাগীদ দেয়া হয়।
এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম ও হাইওয়ে পুলিশ।