নিজস্ব প্রতিবেদক, বানিয়াচং : নবীগঞ্জ-বানিয়াচং সড়কের কাগাপাশায় গাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা কয়েকটি গাড়ি আটকিয়ে মোবাইল ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডাকাতদল বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করে।
বুধবার রাত ১০টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন।
তিনি জানান, নবীগঞ্জ-বানিয়াচং সড়কের একটি অংশে ব্যাপক ভাঙ্গা রয়েছে। সেই ভাঙা অংশে গাড়িগুলো ধিরগতিতে চলার কারণে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে।
বুধবার রাত ১০টার দিকে একদল ডাকাত ওই সড়কে অবস্থান নেয়। এ সময় তারা কয়েকটি গাড়িতে হানা দিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পর্যবেক্ষণ করেন।
ওসি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি পর্যবেক্ষণ করছি।’