মোঃ মামুন চৌধুরী : শায়েস্তাগঞ্জের বাগুনিপাড়া এলাকায় মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শায়েস্তাগঞ্জ থানার উলুকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে ৫ বছর বয়সী শিশু মাহদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি টমটম কলিমনগর এলাকায় আসার পথে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলের দুই আরোহী ও টমটম যাত্রীসহ ৫ জন আহত হয়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে শায়েস্তাগঞ্জের সুদিয়াখলা গ্রামের ইউনূস আলী (৫০) ও উলুকান্দি গ্রামের নাসিমা বেগমকে (৩০) ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের শিবু দাসের ছেলে সঞ্জয় দাশ (২২) ও একই এলাকার আকবর খাঁর ছেলে ওয়াহিদ খাঁকে (৩২) ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত নাসিমার এক আত্মীয় জানান, নাসিমা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে শায়েস্তাগঞ্জে এসে দাউদনগর বাজার থেকে স্বামী-পুত্রসহ টমটমযোগে তার বাবার বাড়ি বাগুনীপাড়ায় ফিরছিলেন। এ সময় মোটর সাইকেলটি টমটমকে ধাক্কা দিলে তারাসহ ৫ জন আহত হন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে।