প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে সদর উপজেলা মাইক্রোবাস আঞ্চলিক কমিটি সমর্থন জানিয়েছে।
গতকাল শনিবার বিকেলে তারা আতাউর রহমান সেলিমের সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন করে।
শ্মশানঘাট এলাকায় সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ কদ্দুছ আলী ও পরিচালনায় ছিলেন আবিদুর রহমান আবিদ। বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজীব আলী, শ্রম সম্পাদক আব্দুল আউয়াল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল ইসলাম রাজু, জন মাইকেল সরকার, আব্দুস শহিদ, নূরুল আমিন লালন, মোশাররফ হোসেন, শাহেদ মিয়া, মোঃ রাণু মিয়া, সাইফুল আলম রাজ প্রমুখ।