ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১১ সালে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেখানে কাটিয়েছিলেন ছয় মৌসুম।
এরপর দুই মৌসুমের জন্য গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ। এবার সাকিব ফিরলেন কলকাতায়।
২০২১ আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে (প্রায় পৌনে চার কোটি টাকা) কিনে নিয়েছে কলকাতা। সাকিবের জন্য তাদের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাব লড়াই করলেও শেষ পর্যন্ত আর পারেনি তারা।
সাকিবের জন্য তার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে প্রথম ডাক দিয়েছিল কলকাতা। এরপর দাম বাড়িয়ে ২ কোটি ২০ লাখ রুপি হাঁকিয়েছিল পাঞ্জাব। তিনবার দর কষাকষির পর কলকাতা ৩ কোটি ২০ লাখ রুপি দিয়ে দলে ভেড়ায় সাকিবকে।
২০১১ সালে সাকিবকে প্রথমবারের মত দলে ভিড়িয়েছিল কলকাতা। এরপর সাকিবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও তার দাম শোধ করে তাকে দলে রেখেছিল শাহরুখ খানের মালিকানাধীন এই দল।
কিন্তু ২০১৮ সালের আইপিএলের নিলামের আগে তাকে ছেড়ে দেয় কলকাতা। সেবারের নিলামে ২ কোটি রুপির বিনিময়ে সাকিবকে দলে ভিড়িয়েছিল হায়দরাবাদ।
আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ২১.৩১ গড়ে তার সংগ্রহ ৭৪৬ রান করেছেন সাকিব। সঙ্গে ২৮ গড়ে নিয়েছেন ৫৯টি।