নিজস্ব প্রতিবেদক : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশের অভিযানে পৃথক মামলায় দুই বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী জুনেদ আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জুনেদ আলী নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের কলন্দর মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জুনেদ নবীগঞ্জ থানায় সিআর ১০৯/১২ ও ২৫৪/১৪ পৃথক দুটি মামলায় আদালত কর্তৃক ১ বছর করে দুই বছরের সাজা প্রাপ্ত। পাশাপাশি ১ লক্ষ ৪০ হাজার টাকাও অর্থদন্ড করা হয় তাকে। বিগত প্রায় ১১ বছর ধরে সে আত্মগোপনে ছিল।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জুনেদ আলী কাজীর বাজার ব্র্যাকের অফিসে লোন উত্তোলন করতে আসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সামাদ আজাদ ব্র্যাকের অফিস থেকে জুনেদকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এএসআই আব্দুস সামাদ আজাদ।