প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম-এর সেক্রেটারী রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা,দৈনিক প্রতিদিনের বাণীর নিজস্ব প্রতিনিধি শেখ মোঃ হারুনুর রশিদ হারুন-এর একমাত্র কন্যা শেখ নূসাঈফার ২য় শুভ জন্মদিন আজ।
এ উপলক্ষে আজ সোমবার(৮ ফেব্রুয়ারী)দুপুরে তাঁর নিজ বাড়িতে দোঁয়ার আয়োজন করা হয়েছে।জন্মদিনে নুসাঈফার সুন্দর জীবন গঠন,সু-সাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে সকলের নিকট নূসাঈফা’র জন্য দোয়া চেঁয়েছেন তাঁর মা
হোসনে আরা খানম,বাবা ,দাদু,নানা,ফুফু,চাচা-চাচী,মামা,খালা,ভাই শেখ হাদী,শেখ মাহদী,শেখ আরহাম-সহ সকল আত্মীয়স্বজন।