সুতাং থেকে সংবাদদাতা : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার সুতাং নামকস্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ট্রাক ও একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় উভয় গাড়ির পেছনে থাকা যাত্রীবাহী জীপ ও একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর উপর উঠে যায়।
এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী মারা যান। বাকীরা হাসপাতালে মারা যান।
নিহত আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বানিয়াচং উপজেলার রহমতপুরের হারিস মিয়ার স্ত্রী নৌবল বিবি (৪৫) ও মেয়ে আম্বিয়া খাতুন (৩০), মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা-বাগানের বাবর মিয়া (৬০), মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় রশিদুরা গ্রামের আহমেদুল হক (৬৫), মৌলভীবাজার সদর উপজেলার কাজীরগাঁও গ্রামের মজিবুর (৫৫) ও চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের সেকেন্দারের ছেলে মকসুদ মিয়া (৬০), সদর উপজেলার সুদিয়াকলা গ্রামের নূরুল ইসলামের ছেলে জয়নাল মিয়া (২৫), মৌলভীবাজার সদর উপজেলার কাজীরগাঁও গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মামুন (৩০)। মামুন ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পথে মারা যান।নিহত অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজুল ইসলাম জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।