নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং জাগরনী সংসদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় সুতাং জাগরনী সংসদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক এর সভাপতিত্বে ও হেলাল আফরোজ এর পরিচালনায় সংসদের অস্থায়ী কার্য্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাগরনী সংসদের প্রধান উপদেষ্ঠা সৈয়দ গাজিউর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাহাউদ্দিন সানু, আবু বকর মেম্বার, সৈয়দ শাহান শাহ পীর, গোলাম কিবরিয়া রায়হান, দেলোয়ার হোসেন জন্টু, বাবুল, রতন চৌধুরী, শাহ রিয়াজুল আমিন, হাফিজুল ইসলাম, মোশারফ চৌধুরী রফু প্রমূখ।